ইতিহাস গড়ে প্রথম মুসলিম নারী কংগ্রেসওম্যান রাশিদা!

ইতিহাস গড়ে প্রথম মুসলিম নারী কংগ্রেসওম্যান রাশিদা!

ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশদ্ভূত মুসলিম নারী রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী কংগ্রেসওম্যান নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবারের নির্বাচনে তিনি অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। ফিলিস্তিনি-আমেরিকান প্রগতিশীল অধিকার কর্মী রাশিদা তালিব।পরিবেশ নিয়ে কাজ করার জন্য সুপরিচিত রাশিদা মিশিগান অঙ্গরাজ্যের সাবেক আইনপ্রণেতা। নির্বাচনে জয়ের পর তিনি বলেন, কংগ্রেসে অনেক কাজ বাকি আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত করে তিনি জানান, সবচেয়ে বড় বুলি’কে দেখে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রসঙ্গত, বরাবরই ট্রাম্পের বিরুদ্ধে সোচ্চার ছিলেন রাশিদা। দু'বছর আগে ডেট্রয়টে ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার অপরাধে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, এর আগে মাত্র দুজন মুসলিম মার্কিন কংগ্রেসে নির্বাচিত হতে পেরেছিলেন। ওই দুজনই ছিলেন পুরুষ।
৭৫ কিশোরকে বলাৎকার, এইডস আক্রান্ত থাই সেনা গ্রেপ্তার পূর্ববর্তী

৭৫ কিশোরকে বলাৎকার, এইডস আক্রান্ত থাই সেনা গ্রেপ্তার

নিউ ইয়র্ক হামলা : দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশি আকায়েদ পরবর্তী

নিউ ইয়র্ক হামলা : দোষী সাব্যস্ত হলেন বাংলাদেশি আকায়েদ

কমেন্ট