ইমরানের ভাষণ নিয়ে বাগযুদ্ধে হরভজন-বীনা

ইমরানের ভাষণ নিয়ে বাগযুদ্ধে হরভজন-বীনা

জাতিসংঘে এক ভাষণেই গোটা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বনেতাদের সতর্ক করে দিয়ে পরোক্ষভাবে ভারতকে গুঁড়িয়ে দেয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি। তাতে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে যাচ্ছেন ভারতীয় সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এর অগ্রপথে রয়েছেন অফস্পিনার হরভজন সিং। গেল সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইমরানের ভাষণের কড়া সমালোচনা করেন তিনি। তার দাবি করেন, পাক প্রধানমন্ত্রী শান্তি নয়, যুদ্ধের পথে হাঁটছেন। অনতিবিলম্বে ভাজ্জির সেই দাবি খণ্ডন করেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী বীনা মালিক। দেশের প্রধানমন্ত্রীর গুণকীর্তন করে সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লেখেন- ইমরান খান ভাষণে শান্তির কথাই বলেছেন। বাস্তবতার চিত্র তুলে ধরেছেন উনি। কারফিউ উঠে গেলে নিশ্চিতভাবে কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। ভূস্বর্গে রক্তবন্যা বইয়ে যাবে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন, এটি কোনো হুমকি নয়, আশঙ্কা। হরভজন- আপনি কী ইংরেজি বোঝেন না? এ টুইটে ‘নিশ্চিতভাবে’ শব্দটির ইংরেজি ‘সিওরলি’ লিখতে গিয়ে ‘ই’ মিস করেন বীনা মালিক। ফলে শব্দটি হয়ে যায় ‘সারলি’। সেটিকেই তীর বানিয়ে পাকিস্তানি অভিনেত্রীর দিকে ছুড়েছেন হরভজন। বীনার টুইটবার্তার প্রত্যুত্তরে হরভজন লেখেন, সারলি দিয়ে কি বোঝাতে চাইছেন আপনি? ওহ, এটি কি সিওরলি? তাদের ইংরেজির লেভেল দেখুন। আহ্! পরেরবার সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। অধিকন্তু ইংরেজিতে কিছু লিখে পোস্ট করার আগে অবশ্যই পড়ে নেবেন।
শক্তিশালী কাতারের মোকাবেলা করবে বাংলাদেশ পূর্ববর্তী

শক্তিশালী কাতারের মোকাবেলা করবে বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান একাদশে একাধিক রদবদল! পরবর্তী

হোয়াইটওয়াশ এড়াতে পাকিস্তান একাদশে একাধিক রদবদল!

কমেন্ট