ইমরানের ২১ সদস্যের মন্ত্রিসভা গঠন

ইমরানের ২১ সদস্যের মন্ত্রিসভা গঠন

নতুন মন্ত্রিসভা গঠন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২১ সদস্যের মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ও পাঁচজন উপদেষ্টা রয়েছেন। আজ সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানা গেছে। ইমরান খানের মন্ত্রিসভার সদস্যদের এক-তৃতীয়াংশ সাবেক মন্ত্রী ছিলেন। তারা ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সাতজন সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আমলে এবং দুইজন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। ১৬টি মন্ত্রণালয়ের মধ্যে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের মিত্রদেরকে ছয়টি মন্ত্রণালয় দেয়া হয়েছে। আসাদ ওমরকে অর্থমন্ত্রী, পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, খায়বার-পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাককে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ড. শিরিন মাজারিকে মানবাধিকার বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ায় সিধুর ফাঁসির দাবি! পূর্ববর্তী

ইমরানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ায় সিধুর ফাঁসির দাবি!

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ পরবর্তী

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ

কমেন্ট