ইরান যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে বাণিজ্য করে না: রুহানি

ইরান যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে বাণিজ্য করে না: রুহানি

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ বিশ্বের যেকোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করবে। এতে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। তিনি বুধবার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এসব কথা বলেন। ভেনিজুয়েলায় ইরানের পাঁচটি তেল ট্যাংকার পাঠানো হচ্ছে। বিষয়টি উল্লেখ করে রুহানি বলেন, কোনো আইন দিয়েই ইরানের বাণিজ্যিক লেনদেনে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট রুহানি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাসে ইরানের তেল বহির্ভূত পণ্য রফতানি কমে গেছে। একইসঙ্গে তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছে এবং সীমান্ত উন্মুক্ত করে দেয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্য আবার শুরু হতে যাচ্ছে বলে হাসান রুহানি আশা প্রকাশ করেন।
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা পূর্ববর্তী

লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার পরবর্তী

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ৫৭ হাজার

কমেন্ট