ইসরায়েলিদের রক্ষায় বেপরোয়া ট্রাম্প, আদালতেও তোলা যাবে না!

ইসরায়েলিদের রক্ষায় বেপরোয়া ট্রাম্প, আদালতেও তোলা যাবে না!

আর্ন্তজাতিক অপরাধ আদালতের বিচার থেকে (আইসিসি) রেহাই পেতে চাওয়া যোগ্য ইসরায়েলি ও আমেরিকানদের (মার্কিনি) নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল শুক্রবার এই ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, আর্ন্তজাতিক অপরাধ আদালতের বিচার থেকে ইসরায়েলিদের রেহাই দেওয়া উচিত। আইসিসি-র বিচার থেকে ইসরায়েলিদের রেহাই দিতে দ্বিতীয়বারের মতো এই ঘোষণা দিল মার্কিন প্রশাসন। এর আগে, আফগানিস্তানে মার্কিন বাহিনীর কৃতকর্মের(অপরাধের) বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছিল। এই আবেদন প্রত্যাখ্যান করেছে আর্ন্তজাতিক অপরাধ আদালত বা আইসিসি। এই পরিপ্রেক্ষিতে নিজেদের বিজয় অর্জিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান তিনি। ট্রাম্পের পক্ষে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকান, ইসরায়েলি ও এর জোটভুক্ত দেশগুলোর লোকদেরকে বিচারের আওতায় আনার বিষয়ে যেকোনো ততপরতা দ্রুতগতিতে ও সক্রিয়ভাবে আমলে নেওয়া হবে। দ্বিতীয়বারের মতো আইসিসি-র বিচার থেকে মিত্রদের রক্ষায় নিজেদের সঙ্কল্পের বিষয়টি প্রকাশ করল ট্রাম্প প্রশাসন।
‘মুসলমানরা ভোট না দিলে চাকরি দেব না’ পূর্ববর্তী

‘মুসলমানরা ভোট না দিলে চাকরি দেব না’

সুদানের অভ্যুত্থানকারী নেতার পদত্যাগ পরবর্তী

সুদানের অভ্যুত্থানকারী নেতার পদত্যাগ

কমেন্ট