ইসরায়েলে হুয়াওয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

ইসরায়েলে হুয়াওয়ের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা

চীনভিত্তিক টেক জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে ইসরায়েলের ইলেকট্রা কনজিউমার প্রডাক্ট নামে একটি প্রতিষ্ঠান ২ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে। মামলায় অভিযোগ করা হয়, হুয়াওয়ে ইলেকট্রার সঙ্গে আমদানি চুক্তি ভঙ্গ করে দেশটিতে গ্রাহকদের মধ্যে তাদের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহ করেছে। তেল আবিব স্টক একচেঞ্জের তথ্যমতে, সহযোগিতা ও বন্টন চুক্তির মৌলিক লঙ্ঘনের কারণে দেশটির একটি আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে বিষয়টি ঘিরে হুয়াওয়ের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফোরজি’র প্রভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটে বেড়েছে গতি, ব্যবহারও বাড়ছে! পূর্ববর্তী

ফোরজি’র প্রভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটে বেড়েছে গতি, ব্যবহারও বাড়ছে!

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়, জানিয়েছে নাসা পরবর্তী

পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌরঝড়, জানিয়েছে নাসা

কমেন্ট