ইসলামপুরে ভবন ধসে পিতা-পুত্রের মরদেহ উদ্ধার

ইসলামপুরে ভবন ধসে পিতা-পুত্রের মরদেহ উদ্ধার

পুরান ঢাকার ইসলামপুরে ধসে পড়া শত বছরের পুরনো ভবন থেকে পিতা-পুত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১৪ ঘণ্টা অভিযান চালিয়ে রাতে উদ্ধার করা হয় মরদেহ দু’টি। শত বছরের পুরনো ভবনটি ছিল অনেকটাই পরিত্যক্ত। কয়েকজন ফল বিক্রেতা ঝুঁকি নিয়ে থাকতেন ভবনটিতে। বুধবার দুপুরে ভবনটির ছাদ ধসে পড়ার পর থেকেই নিখোঁজ ছিলেন ফল বিক্রেতা পিতা-পুত্র। পরে ভবন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের দু’জনের মরদেহ উদ্ধার করেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। তিনি জানান: দুপুর থেকেই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ৫০ জন উদ্ধারকর্মী এবং ২০ জন স্বেচ্ছাসেবকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে ভবনটির ওপরে বড় স্ল্যাব এবং পুরো ভবনটিই খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছিল তাদেরকে। মধ্যরাতে শেষ হয় উদ্ধার অভিযান। দীর্ঘদিন আগে পরিত্যক্ত ভবনটি লিজ নেন স্থানীয় এক বাসিন্দা। তিনিও প্রায় ১২ বছর আগে মারা গেছেন।
বরগুনায় রিফাত হত্যা: তিন নম্বর আসামি রিশান ফরাজী গ্রেপ্তার পূর্ববর্তী

বরগুনায় রিফাত হত্যা: তিন নম্বর আসামি রিশান ফরাজী গ্রেপ্তার

সদরঘাটে ভবনের ছাদে ধস, উদ্ধারকাজ চলছে পরবর্তী

সদরঘাটে ভবনের ছাদে ধস, উদ্ধারকাজ চলছে

কমেন্ট