ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপত্তিকর অবস্থায় তরুণ-তরুণী আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আপত্তিকর অবস্থায় বহিরাগত প্রেমিক যুগল ও তাদের পাহারাদারকে আটক করেছেন প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। আটকের পর তাদের ইবি থানায় হস্তান্তর করেন তিনি। শনিবার বিকেলে ক্যাম্পাসের জঙ্গলাকীর্ণ পেয়ারা তলা থেকে তিনজনকে আটক করা হয়। ক্যাম্পাস সূত্রে জানা যায়, ক্যাম্পাসের জঙ্গলাচ্ছন্ন পেয়ারা তলায় উজ্জ্বল হোসেন জোয়ার্দার ও তাঁর প্রেমিকা রিপা খাতুন অনৈতিক কাজে লিপ্ত হন। এ সময় তাঁদের পাহারা দেন সহযোগী খোকন। খবর পেয়ে প্রক্টর ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে তাঁদের বিশ্ববিদ্যালয় থানায় সোপর্দ করেন তিনি। আটককৃতরা কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানা গেছে। থানা ও প্রক্টর অফিস সূত্রে, আটক উজ্জ্বল ও খোকনের বাড়ি ক্যাম্পাসের পাশের শেখপাড়া এলাকায়। উজ্জ্বলের প্রেমিকার বাড়ি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকায়। প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাদের হাতেনাতে আটক করি। অনেক প্রচেষ্টার পর বিশ্ববিদ্যালয়কে আমি বহিরাগতমুক্ত ঘোষণা করেছি। এ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে বহিরাগতদের প্রবেশে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। ক্যাম্পাস শিক্ষার্থীদের আড্ডার স্থল। এখানে অন্য কেউ সুযোগ নিয়ে পরিবেশ নষ্ট করতে পারবে না।’ ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, তাদেরকে থানায় রাখা হয়েছে। অভিভাবকদের খবর দিয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লায় গৃহবধূর গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা পূর্ববর্তী

কুমিল্লায় গৃহবধূর গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

পঞ্চগড় থেকে দেশের দীর্ঘতম রুটে ট্রেনচলাচল শুরু পরবর্তী

পঞ্চগড় থেকে দেশের দীর্ঘতম রুটে ট্রেনচলাচল শুরু

কমেন্ট