ইসির সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ

ইসির সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগ

ইসির সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের পর এবার বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আজ বুধবার বিকেল চারটায় আওয়ামী লীগের নির্বাচনী পরিচলনা কমিটির কো চেয়ারম্যান এইচ টি ইামামের নেতৃত্বে নির্বাচন কমিশন সচিবালয়ে যান ১৭ সদস্যের প্রতিনিধিদল। এইচটি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য রাশিদুল আলম, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী, এনামুল হক চৌধুরী, সেলিম মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান বাবলা।
প্রধানমন্ত্রীর পক্ষে দুই আসনের মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর পক্ষে দুই আসনের মনোনয়ন ফরম কিনলেন ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর বাহানা করছেন : ওবায়দুল কাদের পরবর্তী

ঐক্যফ্রন্ট নির্বাচন পেছানোর বাহানা করছেন : ওবায়দুল কাদের

কমেন্ট