ইয়েমেনে সাইক্লোন: নিহত ৫, নিখোঁজ ৪০

ইয়েমেনে সাইক্লোন: নিহত ৫, নিখোঁজ ৪০

ইয়েমেনে ট্রপিক্যাল সাইক্লোন মেকুনুর আঘাতে ৫ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির সোকোট্রা দ্বীপে এই সাইক্লোন আঘাত হানে। নিহতদের মধ্যে ৪ জন ইয়েমেনি এবং একজন ভারতীয় নাগরিক। এ ছাড়া অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সকলেই ইয়েমেনি, ভারতীয় ও সুদানিজ বলে জানা গেছে। স্থানীয় অধিবাসী ও মেডিক্যাল সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। বৃহস্পতি সোকোট্রা দ্বীপক 'দুর্যোগ এলাকা' হিসেব ঘোষণা দিয়ে বিশেষ সতর্কতা জারি ইয়েমেনি সরকার। এই দ্বীপটি দক্ষিণ সুদান ও হর্ণ অব আফ্রিকার মাঝামাঝি স্থানে অবস্থিত। নানা ধরনের জীব ও বৃক্ষ বৈচিত্র্যের জন্য দ্বীপটির সুখ্যাতি রয়েছে। শুক্রবারের সাইক্লোনের কারণে সোকোট্রা দ্বীপে আকস্মিক বন্যা দেখা দেয়, অনেক নৌকা ডুবে যায়। সাইক্লোনে দ্বীপটির সঙ্গে ইয়েমেনের অন্য অঞ্চলগুলোর যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
‘ইউক্রেনে মালয়েশিয়ার বিমান ধ্বংস রুশ ক্ষেপণাস্ত্রেই’ পূর্ববর্তী

‘ইউক্রেনে মালয়েশিয়ার বিমান ধ্বংস রুশ ক্ষেপণাস্ত্রেই’

বোকো হারামের হাত থেকে উদ্ধারের পর সেনাবাহিনীর হাতে ধর্ষিত! পরবর্তী

বোকো হারামের হাত থেকে উদ্ধারের পর সেনাবাহিনীর হাতে ধর্ষিত!

কমেন্ট