ঈগল ধরে থানায় নিয়ে গেল পুলিশ!

ঈগল ধরে থানায় নিয়ে গেল পুলিশ!

গাইবান্ধা সদর উপজেলায় বিরল প্রজাতির একটি ঈগল পাখি ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। ঈগল পাখিটির ওজন আনুমানিক ১৫ কেজি। বিরল প্রজাতির ওই ঈগল পাখিটি দেখতে থানায় উৎসুক জনতার ভিড় দেখা গেছে। সোমবার রাতে সদরের রাচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রাম থেকে ওই ঈগল পাখিটি উদ্ধার করে পুলিশ। গাইবান্ধা সদর থানার ওসি খান শাহরিয়ার জানান, সন্ধ্যায় সদরের তরফকাল গ্রামের একটি জমিতে বিরল প্রজাতির ওই ঈগলকে দেখতে পান স্থানীয়রা। এর পর পাখিটিকে তারা ধরে ফেলেন। ঈগলটি উড়তে পারছিল না। এলাকাবাসী পাখিটি বেঁধে রেখে থানায় খবর দেন। ঈগলটিকে থানায় আনা হয়েছে, এটি গাইবান্ধা বন বিভাগে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন শিক্ষিকা পূর্ববর্তী

অষ্টম শ্রেণির ছাত্রকে নিয়ে পালিয়েছেন শিক্ষিকা

যৌনকর্মীকে ভালোবেসে বড় বিপদে যুবক! পরবর্তী

যৌনকর্মীকে ভালোবেসে বড় বিপদে যুবক!

কমেন্ট