ঈদের সময় ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে

ঈদের সময় ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে

আসন্ন পবিত্র ঈদুল আজহাতে দেশের সিএনিজি স্টেশন গুলো ২৪ ঘন্টা খোলা থাকবে। ঈদের সময় মানুষের ভোগান্তি কমাতে সিএনজি স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে চারদিন করে এই সুবিধা পাওয়া যাবে। আজ সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার নিয়ম রয়েছে। গ্যাস সংকটের কারণে কয়েক বছর ধরে এই নিয়ম চলে আসছে
'ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা' পূর্ববর্তী

'ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা'

'জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন' পরবর্তী

'জাতীয় ঈদগাহে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন'

কমেন্ট