উইচ্যাটের ১০০ কোটির মাইলফলক স্পর্শ

উইচ্যাটের ১০০ কোটির মাইলফলক স্পর্শ

মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী পনি মা।। গত সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। পনি মা জানান, উইচ্যাটে ভবিষ্যতে আরও কারিগরি উদ্ভাবন যুক্ত হবে। চীনা অ্যাপ্লিকেশনটি অল-ইন-ওয়ান অ্যাপ হিসেবে খ্যাত। এটি মেসেজিং, সোশ্যাল মিডিয়া, মোবাইল পেমেন্ট, গেমস, খবরসহ নানা সুবিধা দিয়ে থাকে। উল্লেখ্য, গত বছর প্রতিষ্ঠানটি বাজারে আর্থিক মূল্যের হিসাবে ফেসবুককে ছাড়িয়ে যাওয়ায় ৪৭ বছর বয়সী মা চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তালিকায় উঠে আসেন। উইচ্যাটের মোবাইল গেম থেকে আসা লাভ ও উইচ্যাটের ব্যবহার বাড়ায় টেনসেন্টের আয় ও শেয়ারের দাম বেড়ে গেছে।
পারমাণবিক অস্ত্র দিয়ে গ্রহাণু ধ্বংসের পরামর্শ নাসার পূর্ববর্তী

পারমাণবিক অস্ত্র দিয়ে গ্রহাণু ধ্বংসের পরামর্শ নাসার

ইতিহাসের সবচেয়ে বড় স্যাটেলাইট উৎক্ষেপণ পরবর্তী

ইতিহাসের সবচেয়ে বড় স্যাটেলাইট উৎক্ষেপণ

কমেন্ট