উইন্ডোজ ফোন ওএসের সাপোর্ট বন্ধের ঘোষণা মাইক্রোসফটের

উইন্ডোজ ফোন ওএসের সাপোর্ট বন্ধের ঘোষণা মাইক্রোসফটের

উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। উইন্ডোজ ফোন ওএসের সব সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবারের পর উইন্ডোজ ফোন ওএস চালিত ডিভাইসে নতুন কোনো নিরাপত্তা আপডেট বা সংস্করণটির কোনো উন্নয়ন আনা হবে না। ব্যবহারকারীদের ফোন বন্ধ বা ব্রিক হওয়ার ঝামেলা ছাড়াই সাধারণ নিয়মেই উইন্ডোজ ফোন ডিভাইসগুলো চলবে হালনাগাদ ছাড়াই। তবে উইন্ডোজ ১০ মোবাইল ওএসের সাপোর্ট ও আপডেট চলমান থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ও আইওএসের কারণে অপারেটিং সিস্টেমের বাজারে সফল হতে পারেনি উইন্ডোজ ফোন। বর্তমান সময়ে মাত্র ০.৪ শতাংশ ডিভাইস চলে উইন্ডোজ ফোন ওএসে।
বাজারে এলো কাঠের কি-বোর্ড পূর্ববর্তী

বাজারে এলো কাঠের কি-বোর্ড

পাকিস্তানের অনুরোধ রাখল না ফেসবুক পরবর্তী

পাকিস্তানের অনুরোধ রাখল না ফেসবুক

কমেন্ট