উত্তরাবাসীর ভোট চাইছেন আতিকুল

উত্তরাবাসীর ভোট চাইছেন আতিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আজ রবিবার ভোট চাইছেন রাজধানীর উত্তরাবাসীর কাছে। রবিবার সকালে উত্তরার রাজলক্ষ্মী এলাকায় গণসংযোগ করতে দেখা যায় আতিকুলকে। ‘উন্নয়ন চলছে, চলবে’ প্রতিশ্রুতিতে সাধারণ নাগরিকদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে ভোট চাইছেন তিনি। ‘৩০ জানুয়ারি উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিন’ মন্তব্য করে তিনি সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের দোকানিদের সঙ্গে হাত মেলাচ্ছেন। জানা গেছে, গণসংযোগ শেষে আতিকুল ইসলাম উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে নেতাকর্মীদের নিয়ে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়ে এরপর কসাইবাড়ি রেলগেট, কাঁচপুরা, উত্তরখান, দক্ষিণখান, ময়নারটেক, ফায়দাবাদ হয়ে আব্দুল্লাহপুর হয়ে তুরাগ, কামারপাড়া, নয়ানগর মাদরাসা, রানাভোলা হয়ে বাওনিয়া এলাকায় গণসংযোগ করবেন। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-৮ আসনে ভোটগ্রহণ শুরু পূর্ববর্তী

চট্টগ্রাম-৮ আসনে ভোটগ্রহণ শুরু

যে ৩৭ জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পরবর্তী

যে ৩৭ জন হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য

কমেন্ট