উপকূলে বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে কর্মসূচি

উপকূলে বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবিতে কর্মসূচি

উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবিতে আজ রবিবার (৭ জুন) নৌ-বন্ধন ও নদীতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আম্ফান উপদ্রুত এলাকা বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর নদীর ঘাটের পশ্চিমে পূর্ব দুর্গাবাটি গ্রামের পাশে খোলপেটুয়া নদীতে সকাল ১০টা থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। জলবায়ু পরিষদ, শ্যামনগর উপজেলা যুবফোরাম, গাবুরা ক্লাইমেট রেজিলিয়েন্ট ফোরাম, সাতক্ষীরা নাগরিক কমিটি ও সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চ আয়োজিত এই কর্মসূচি সফল করার আহ্বান জানান জলবায়ু পরিষদের নেতা ও বেসরকারি সংস্থা লিডার্স'র নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। কালের কণ্ঠকে মোহন কুমার মণ্ডল বলেন, ৬০-এর দশকে উপকূলীয় এলাকায় এই বাঁধ নির্মাণকালে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিকে আমলে নেওয়া হয়নি। এরপর থেকে সংস্কারের নামে কিছু কাজ হলেও বাঁধের আয়তনে বড় ও উঁচু করা হয়নি। ফলে প্রতিনিয়ত বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে বসতবাড়ি হারিয়ে উদ্বাস্তু হচ্ছে হাজার হাজার মানুষ। প্রত্যেক দুর্যোগের পর কর্তৃপক্ষ বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয়নি।
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু পূর্ববর্তী

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

গাছের নিচে ব্যাগে মিলল নবজাতক পরবর্তী

গাছের নিচে ব্যাগে মিলল নবজাতক

কমেন্ট