উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম কিনতে ভিড়,

উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম কিনতে ভিড়,

উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে গতকাল শুক্রবার থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাদশ জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে এ মনোনয়ন ফরম বিক্রি ও জমার উদ্বোধন করা হয়। গতকাল মোট এক হাজার ৩২৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রথম দিনেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা, মন্ত্রীও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র দুটি সংগ্রহ করে ওবায়দুল কাদের আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহর কাছে হস্তান্তর করেন। শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ ও রংপুরের একটি করে আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র বিক্রির জন্য আট বিভাগের জন্য আটটি বুথ খুলেছে আওয়ামী লীগ। সকাল থেকেই সারা দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ধানমণ্ডির ৩ নম্বর রোডে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের দিকে জমায়েত হতে থাকে। বাদ্যযন্ত্র নিয়েও হাজির হয় অনেক নেতাকর্মী। সিটি কলেজ থেকে জিগাতলা হয়ে আবাহনী মাঠ পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের অসংখ্য খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। সকাল ১০টার আগেই ধানমণ্ডি ৩ নম্বর সড়কে হাজারো নেতাকর্মী উপস্থিত হয়। উপচে পড়া ভিড়ে মনোনয়নপত্র সংগ্রহকারীদের বুথ পর্যন্ত পৌঁছতে হিমশিম খেতে হয়। মূল ভবনে একজন প্রার্থীর সঙ্গে বেশিসংখ্যক নেতাকর্মী প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘প্রচণ্ড আগ্রহ ও বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আমাদের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।’ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কত দিন পর্যন্ত বিক্রি হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী রবিবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভা হবে। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ প্রথম দিন সিলেট-১ আসনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও তাঁর ছোট ভাই সাবেক রাষ্ট্রদূত ড. এ কে মোমেন, নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও তাঁর ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনে দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, চাঁদপুর-৩ আসনে ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা-৪ আসনে সংসদ সদস্য সানজিদা খানম, নরসিংদী-৫ আসনে যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সিরাজগঞ্জ-৬ আসনে যুবলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, লক্ষ্মীপুর-২ আসনে ড. হারুনুর রশীদ, লক্ষ্মীপুর-২ আসনে ড. এহসানুল কবীর জগলু, লক্ষ্মীপুর-৪ আসনে যুব ও ক্রীড়া উপকমিটির সহসম্পাদক আব্দুজ্জাহের সাজু, পিরোজপুর-৩ আসনে তাজউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ-১ আসনে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সারোয়ার কবীর, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সাবেক কৃষক লীগ নেতা এম এ করিম প্রমুখ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমও। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনের জন্য এ মনোনয়ন ফরম কেনেন।
'নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে আরেকধাপ এগিয়ে যাবে দেশ' পূর্ববর্তী

'নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে আরেকধাপ এগিয়ে যাবে দেশ'

বিকেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পুরো দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ পরবর্তী

বিকেলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পুরো দায়িত্ব নিচ্ছে বাংলাদেশ

কমেন্ট