এই মুহূর্তে বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ নয় : টিম পেইন

এই মুহূর্তে বাংলাদেশ সফর গুরুত্বপূর্ণ নয় : টিম পেইন

বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ক্রিকেট দুনিয়া থমকে গেছে। ঘরোয়া-আন্তর্জাতিক অঙ্গনের সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। স্থগিত কিংবা বাতিল হয়ে যাচ্ছে একের পর এক সিরিজ। ভারতে চলছে লকডাউন। বাংলাদেশে ছুটি বাড়ানো হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত।কিছুতেই বাগে আনা যাচ্ছে না করোনাভাইরাসকে। এমতাবস্থায় আগামী জুনে বাংলাদেশ সফরের কোনো আশা দেখছেন না অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া দলের। কিন্তু অধিনায়ক টিম পেইন বলেছেন, সফরের চেয়েও তার কাছে গুরুত্বপূর্ণ নিজেদের সাস্থ্য সুরক্ষিত রাখা। পেইন বলেন, 'আমার মনে হয়, সব ক্রিকেটারই চাইবে, যে কোনোভাবেই হোক এটি (টেস্ট চ্যাম্পিয়নশিপ) শেষ করতে। কিন্তু তা যদি না হয়, বুঝতে হবে, বিশ্বে এই মুহূর্তে আরও বড় কিছু ইস্যু আছে। সেই ইস্যুর চেয়ে কিছু টেস্ট ম্যাচ মিস করা আমাদের খুব একটা ভোগাবে না।' করোনাভাইরাসের কারণে এর মধ্যেই বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে। দেশে ঢাকা প্রিমিয়ার লিগের খেলাও বন্ধ আছে। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে সফর যে অনিশ্চিত তা আরও স্পষ্ট টিম পেইনের কথায়, 'এটা বুঝতে আইনস্টাইন হতে হয় না যে (বাংলাদেশ সফর) খুব সম্ভবত হচ্ছে না। অন্তত জুনে তো হচ্ছেই না। বাতিল হয়ে যাবে নাকি পিছিয়ে যাবে, সেটি এখনও নিশ্চিত নয়।'
আর্থিক ক্ষতির কারনে রোনালদোকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস পূর্ববর্তী

আর্থিক ক্ষতির কারনে রোনালদোকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস

নিজ উদ্যোগে ৫০ পরিবারের পাশে নারী দলের ক্রিকেটার জাহানারা পরবর্তী

নিজ উদ্যোগে ৫০ পরিবারের পাশে নারী দলের ক্রিকেটার জাহানারা

কমেন্ট