একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই : গয়েশ্বর

একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলন না করে চুপ করে থাকলেও ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করার ক্ষমতা আওয়ামী লীগের নেই। সুপ্রিমকোর্টের এক রায়েই তাদের চিকুনগুনিয়া হয়ে গেছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মহিলা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দশম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে না। আওয়ামী লীগ থেকে এখন পচা দুর্গন্ধ বেরুচ্ছে। এখন আওয়ামী লীগ দেখলে মানুষ মুখে রুমাল দিয়ে হাঁটে। বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগের মসনদ হারানোর ভয় ঢুকে গেছে। তাদের নৌকা চরে আটকে গেছে। ইচ্ছা করলেও আর পার হবে না। আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।
রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চায় আ.লীগ : ফখরুল

বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বিএনপি পরবর্তী

বুধবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে বিএনপি

কমেন্ট