একনেকের সভায় ৯ প্রকল্প অনুমোদন

একনেকের সভায় ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৪ হাজার ১১৩ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে নয়টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফ করেন। অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকার ব্যয় করবে ৬ হাজার ১৫১ কোটি ২৬ লাখ টাকা। বিভিন্ন সংস্থা খরচ করবে ২ হাজার ২১৩ কোটি ২৫ লাখ টাকা ও বৈদেশিক ঋণ ১৫ হাজার ৭৪৮ কোটি ৭৬ লাখ টাকা। চলতি অর্থবছরের ২২তম একনেক সভায় পায়রা নদীর ওপর সেতু নির্মাণ, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ফায়ারিং রেঞ্জের আধুনিকায়ন প্রকল্পসহ নতুন ৭টি ও সংশোধিত দুইটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

মুজিববর্ষের উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী

মুজিববর্ষের উদযাপনে কোনো আয়োজন বাতিল করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

কমেন্ট