এক্সিম ব্যাংকের এমডিকে গুলি: সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

এক্সিম ব্যাংকের এমডিকে গুলি: সিকদার গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিরা হলেন- সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই (পরিচালক) দিপু হক সিকদার। গুলিবিদ্ধদের পক্ষে এক্সিম ব্যাংকের পারিচালক লে কনের্ল (অব.) সিরাজুল ইসলাম বাদী হয়ে গত ১৯ মে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত মধ্যরাতে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান। ওসি বলেন, ‘গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ মামলা হয়েছে। দুজনকে আসামি করা হয়েছে।’ মামলার এজাহারে বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘গত ৭ মে গুলশান থানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন এক্সিম ব্যাংকের ওই দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে এক জায়গায় ডেকে নেওয়া হয়। সেখানে আসামি রন হক সিকদার ও দিপু হক সিকদার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য বন্ধকি সম্পত্তির মূল্য নির্ধারণ করতে বলেন। ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডি ওই জমির মূল্য কম নির্ধারণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে আসামিরা দুই ব্যাংক কর্মকর্তাকে গুলি করেন। এরপর জোর করে সাদা কাগজে তাদের স্বাক্ষর নেন।’ এ বিষয়ে জানতে চাইলে ঢাক মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম বলেন, ‘গত ১৯ মে গুলশান থানায় এই মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নির্দেশ অমান্য : স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিল স্বামী পূর্ববর্তী

নির্দেশ অমান্য : স্ত্রীকে নির্যাতনের পর মাথার চুল কেটে দিল স্বামী

গণধর্ষণের ফলে রক্তক্ষরণে মৃত্যু হয় সুমির, ২ জনের স্বীকারোক্তি পরবর্তী

গণধর্ষণের ফলে রক্তক্ষরণে মৃত্যু হয় সুমির, ২ জনের স্বীকারোক্তি

কমেন্ট