‘এবারের অঙ্গীকার পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার’

‘এবারের অঙ্গীকার পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার’

রাজধানীসহ সারাদেশ পরিচ্ছন্ন রাখার ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে। শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠানে ছিলেন পরিচ্ছন্নতাকর্মী, মুক্তিযোদ্ধা, মন্ত্রী, মেয়র, চিত্রনায়ক-নায়িকা ও বাংলাদেশ স্কাউটস সদস্যরা। আজ শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠান থেকে এই ‘পরিচ্ছন্নতার যুদ্ধ’ ঘোষণা করা হয়। শপথে বলা হয়, ‘আমি শপথ করছি যে, যেখানে-সেখানে আর কোনো দিন ময়লা-আবর্জনা ফেলব না। বীর মুক্তিযোদ্ধারা যে দেশ স্বাধীন করে আমাদের উপহার দিয়েছেন, সেই দেশ পরিষ্কার রাখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। ঘোষণা করলাম, পরিচ্ছন্নতার যুদ্ধ। এবারের অঙ্গীকার, পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার অঙ্গীকার।’ স্কাউট সদস্যদের হাতে এই ‘পরিচ্ছন্নতার যুদ্ধের’ দায়িত্ব অর্পণ করা হয় নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে। ভোর থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পরিচ্ছন্ন করতে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, স্কাউট সদস্যরা। এরপর সকাল ৯টার দিকে শপথ বাক্য পাঠ করান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চিত্র নায়ক রিয়াজ, পরিচ্ছন্নতাকর্মী ও স্কাউট সদস্যরা। মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের সবাইকে সাথে নিয়ে আমরা দেশটাকে পরিচ্ছন্ন রাখতে চাই। যারা এই পরিচ্ছন্নতায় জড়িত, আপনারা সবাই, আমরা একসাথে কাজ করছি। আমরা সকলে মিলে সারাদেশকে পরিচ্ছন্ন করার যুদ্ধে আছি।’ পরিচ্ছন্নতা যুদ্ধের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছেন। আমি যদি একটি যুদ্ধ করতে পারতাম! আমাদের নতুন প্রজন্ম যদি একটি যুদ্ধ করতে পারত! আজ সেই সুযোগ এসেছে। আমাদের পরিচ্ছন্ন সোনার বাংলা গড়ার যে যুদ্ধ, আমরা সবাই মিলে আজকে থেকে সেই যুদ্ধে একসাথে সামিল হব।’
দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : ওবায়দুল কাদের পূর্ববর্তী

দৈনিক সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত : ওবায়দুল কাদের

বুদ্ধিজীবী দিবসে যেসব রাস্তা ব্যবহার করবেন পরবর্তী

বুদ্ধিজীবী দিবসে যেসব রাস্তা ব্যবহার করবেন

কমেন্ট