এবার কুলাউড়ায় জয়ন্তিকা লাইনচ্যুত

এবার কুলাউড়ায় জয়ন্তিকা লাইনচ্যুত

কুলাউড়ার বরমচালে ভয়াবহ উপবন ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কুলাউড়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পার্শ্বে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হলে ১০-১৫ জন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করলে কয়েকজন যাত্রী আহত হন। কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। এই ক্রসিং পয়েন্টের সমস্যা এলাকাবাসী অনেক আগে থেকেই দেখে আসছে এবং এটি মেরামতের দাবি করে আসলেও কর্তৃপক্ষ রেললাইনের এ সব ত্রুটিগুলো গুরুত্ব দিয়ে দেখেনি। তাই আবারো বড়ধরনের রেল দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কুলাউড়াবাসী। উল্লেখ্য, গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।
রাজধানীসহ এর আশপাশে মৃদু ভূমিকম্প অনুভূত পূর্ববর্তী

রাজধানীসহ এর আশপাশে মৃদু ভূমিকম্প অনুভূত

রানীনগরে বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ পরবর্তী

রানীনগরে বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, পানিবন্দি ১৫ হাজার মানুষ

কমেন্ট