এবার দিল্লির কাছে হারল ধোনির চেন্নাই

এবার দিল্লির কাছে হারল ধোনির চেন্নাই

আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে পাত্তাই পায়নি চেন্নাই সুপার কিংস। এবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লির কাছে ৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই। আইপিএলের সপ্তম ম্যাচে গতকাল শুক্রবার চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে দিল্লি। ব্যাট হাতে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পৃথ্বি শ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে দিল্লি। ইনিংসের শুরুটাই দারুণ করেন দুই ওপেনার পৃথ্বি ও শেখর ধাওয়ান। শুরুর জুটিতে দুজন মিলে তোলেন ৯৪ রান। ১১তম ওভারে শেখরকে হারিয়ে ওপেনিং জুটি ভাঙেন চাওলা। ২৭ বলে ৩৫ রান করে ফেরেন তিনি। ১২.৩ ওভারে সাজঘরে ফেরেন পৃথ্বি। ৯ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৪ রান করেন তিনি। এরপর শেষের দিকে অধিনায়ক শ্রেয়াশ আয়ার ও পন্থের ব্যাটে চড়ে চেন্নাইকে ১৭৬ রানের লক্ষ্য দেয় দিল্লি। ২৫ বলে ৩৭ রান করেন পন্থ ও ২৬ রান করেন শ্রেয়াশ। ১৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৩৭ রানে থামে চেন্নাই। ব্যাটিংয়ের শুরু থেকেই উইকেটে ধুঁকেছে চেন্নাই। প্রথম ৯ ওভারে মাত্র ৪৪ রান তোলে তারা, উইকেট হারায় তিনটি। এই ম্যাচেও একাই লড়েছেন ফাফ ডু প্লেসিস। তিন নম্বরে নেমে একটা প্রান্ত আগলে রাখা ডু প্লেসিস সাজঘরে ফেরেন ইনিংসের ১৮তম ওভারে। ফেরার আগে ৩৫ বলে ৪৩ রান করেন তিনি। ১২ বলে ১৫ রান করে আউট হন অধিনায়ক ধোনি। জাদেজা ৯ বলে করেন ১২ রান। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩১ রানে থেমে যায় চেন্নাই।
জাতীয় দলে বাদ পড়ে ক্ষোভ ঝাড়লেন ডি মারিয়া পূর্ববর্তী

জাতীয় দলে বাদ পড়ে ক্ষোভ ঝাড়লেন ডি মারিয়া

সেঞ্চুরি হাঁকিয়ে দুটি রেকর্ড গড়লেন লোকেশ রাহুল পরবর্তী

সেঞ্চুরি হাঁকিয়ে দুটি রেকর্ড গড়লেন লোকেশ রাহুল

কমেন্ট