এবার বান্দরবান দিয়ে আসছে মিয়ানমারের বাসিন্দারা

এবার বান্দরবান দিয়ে আসছে মিয়ানমারের বাসিন্দারা

বান্দরবানের রুমা উপজেলা সীমান্ত দিয়ে মিয়ানমারের চিন রাজ্যের প্রায় ১২৪ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশে ঢুকে বর্তমানে তারা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার হয়ে চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চাইক্ষ্যং পাড়ার স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন ধরে মিয়ানমারের চিন রাজ্যের প্লাতোয়া জেলার কান্তালিন, খামংওয়া, তরোয়াইন এলাকাতে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে এরা জীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করে বর্তমানে দুর্গম রুমা উপজেলার চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে। এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম বলেছেন, ‘আমরা রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার এর কাছে শরণার্থী প্রবেশের কথা জানতে পেরেছি। এ পর্যন্ত খুমী ও রাখাইন সম্প্রদায়ের ৩৫ পরিবারের প্রায় ১২৪ জন নারী-পুরুষ সেখানে অনুপ্রবেশ করেছে বলে জানা গেছে। তবে রুমা উপজেলা চাইক্ষ্যং পাড়া রুমা থেকে অনেক দুর্গম হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।’ জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম জানান, সীমান্তের পাশ্ববর্তী এলাকায় শরণার্থী অবস্থান করছে, তবে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি পূর্ববর্তী

সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

সততার সঙ্গে দায়িত্ব পালন করতে সামরিক বাহিনীর গ্র্যাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ পরবর্তী

সততার সঙ্গে দায়িত্ব পালন করতে সামরিক বাহিনীর গ্র্যাজুয়েটদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

কমেন্ট