এবার সমালোচনার শিকার ফুটবলার বোল্ট!

এবার সমালোচনার শিকার ফুটবলার বোল্ট!

স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট এরই মধ্যে অস্ট্রেলিয়ার কোস্ট সেন্ট্রাল মেরিনার্সের হয়ে প্রীতি ম্যাচে অভিষিক্ত হয়েছেন। এমনকি জোড়া গোলও পেয়েছেন তিনি। তবে এরই মধ্যে জুটে গেছে বোল্টের সমালোচক। সাবেক লিভারপুল ও বায়ার্ন মিউনিখ রক্ষণভাগ খেলোয়াড় মার্কাস ব্যাবেল বোল্টের ফুটবলার হয়ে ওঠার প্রচেষ্টার সমালোচনা করেছেন। ব্যাবেল বর্তমানে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের ম্যানেজার এবং এ-লিগের মেরিনার্সের অনুশীলনে কিংবদন্তি অলিম্পিক বিজয়ী বোল্টকে দেখেছেন। ম্যাক আর্থার সাউথ ওয়েস্ট ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করার পরে সেখানেই থিতু হতে চেয়েছেন বোল্ট। তবে এমন সিদ্ধান্তকে শুধুই লোক দেখানো সস্তা জনপ্রিয়তার উপায় ভাবছেন ব্যাবেল। সুইস সংবাদমাধ্যম ব্লিককে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাবেল বলেন, ‘জনসংযোগ ক্যাম্পেইনের জন্য বিষয়টি সংবেদনশীল। তবে এটা গুরুতরভাবে নেওয়ার মতো কিছু নয়। আমি তাঁকে খেলতে দেখেছি। শত বছর খেললেও এমন খেলা যথেষ্ট হবে না। একজন খেলোয়াড় হিসেবে আমি বোকা সেজে গেছি।’ ব্যাবেল সমালোচনা করলেও মাল্টা প্রিমিয়ার লিগের বিজয়ী দল ভ্যালেটার কাছ থেকে দুই বছরের চুক্তির প্রস্তাব পেয়েছেন তিনি। তবে তাঁর প্রতিনিধি রিকি সিমস জানিয়েছেন, মাল্টায় নয়, বরং অস্ট্রেলিয়ায় থিতু হতে চান বোল্ট। সমালোচনা কিংবা ফুটবল—কোনটি যৌক্তিক, সেটি বোল্ট নিজেই মাঠে নেমে প্রমাণ করবেন।
মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই পূর্ববর্তী

মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

রোনালদোর জন্য হিগুয়েইনকে দলছাড়া করেছে জুভেন্টাস! পরবর্তী

রোনালদোর জন্য হিগুয়েইনকে দলছাড়া করেছে জুভেন্টাস!

কমেন্ট