এবার ৩০ সেকেন্ডেই হবে করোনা পরীক্ষা

এবার ৩০ সেকেন্ডেই হবে করোনা পরীক্ষা

করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য বর্তমানে যে কিটগুলো পাওয়া যায় সেগুলোর রিপোর্ট পেতে বেশ সময় চলে যায়। তবে এবার করোনার অত্যাধুনিক র‌্যাপিড টেস্ট কিট তৈরির লক্ষ্য নিয়েছে ভারত এবং ইসরায়েল। জানা গেছে, নতুন এ কিটে মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার ফল। ভারত-ইসরায়েলের যৌথভাবে এই র‌্যাপিড টেস্ট কিট তৈরির কথা জানানো হয়েছে ইসরায়েল দূতাবাসের পক্ষ থেকে। ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যৌথভাবে র‌্যাপিড টেস্ট কিট তৈরি করা হবে। মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে ওই কিটের মাধ্যমে করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। এ কিটের বিষয়ে ইসরায়েল দূতাবাসের এক টুইটার বার্তায় বলা হয়, ‘কয়েক সপ্তাহের মধ্যেই ভারত এবং ইসরায়েল করোনাবিরোধী অভিযানে নেতৃত্ব দেবে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই অভিযানে সামিল থাকবে।’ ইসরায়েল দূতাবাস অন্য একটি টুইটে জানায়, ‘বিশেষ বিমানে দিল্লি আসবেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গবেষকরা
ভিটামিন-ডি ও করোনাভাইরাসের চিকিৎসা পূর্ববর্তী

ভিটামিন-ডি ও করোনাভাইরাসের চিকিৎসা

ডিম যেভাবে খেলে পুষ্টিও মিলবে পরবর্তী

ডিম যেভাবে খেলে পুষ্টিও মিলবে

কমেন্ট