দাবি মানলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এরশাদ

দাবি মানলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এরশাদ

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ৭০টি আসন এবং সরকার গঠনে ১০-১২টি মন্ত্রণালয় দাবি করেছেন। তিনি বলেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আমরা আওয়ামী লীগের সঙ্গে শরিক হয়ে থাকতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ৭০টি আসন ছেড়ে দিন এবং ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দেন। আর আমাদের কথা মতো আসন আর মন্ত্রণালয় না দিলে আমরা এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেব।’’ শনিবার দুপুরে ঢাকা থেকে রংপুরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার বিষয়ে এরশাদ বলেন, ‘‘সংবিধানে কোটা পদ্ধতি রয়েছে। সেই কারণে কোটা পদ্ধতি থাকতেই হবে। মুক্তিযোদ্ধাদের জন্য কিছু কোটা থাকা উচিত। তবে এটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি।’’ কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকে যৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, ‘‘অব্যাহত আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনের দুঃখে কোটা পদ্ধতি বাতিল করেছেন। আমার মনে হয় সবগুলো কোটা পদ্ধতি বাতিল করতে তিনি নিজেও চাননি। আগে মুক্তিযোদ্ধাদের জন্য যে ৩০ ভাগ কোটা ছিল, এটা ঠিক ছিল না। মাত্র ২ লাখ মুক্তিযোদ্ধাদের জন্য এত কোটার দরকার নেই।’’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ। এর পরে এরশাদ সরাসরি নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বৈশাখী মেলার উদ্বোধন করেন। আগামীকাল রোববার সকাল ১০টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল পূর্ববর্তী

বিজেপির আমন্ত্রণে ভারত যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

কোটা নিয়ে নির্বাচনী ঝুঁকি দেখছেন না হানিফ পরবর্তী

কোটা নিয়ে নির্বাচনী ঝুঁকি দেখছেন না হানিফ

কমেন্ট