এলপি গ্যাসের মূল্য নির্ধারণে কমিশন চেয়ে রিট

এলপি গ্যাসের মূল্য নির্ধারণে কমিশন চেয়ে রিট

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের এলপি গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) মূল্য নির্ধারণে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে হাইকোর্টে। আইনজীবী মনিরুজ্জামান লিংকন আজ সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। তিনি বলেন, আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটে এলপি গ্যাসের সিলিন্ডারের গায়ে দাম উল্লেখ করারও নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রিটে।
বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এবার ৯৮তম পূর্ববর্তী

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান এবার ৯৮তম

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ পরবর্তী

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

কমেন্ট