এশিয়ান গেমসে শুটারদের ব্যর্থতার একদিন

এশিয়ান গেমসে শুটারদের ব্যর্থতার একদিন

আগের দিনই বাংলাদেশের ফুটবলাররা ইতিহাস গড়া সাফল্য পেয়েছেন। প্রথমবারের মতো গেমসের শেষ ষোলোতে উঠেছে লাল-সবুজের দল। ফুটবলারদের এই সাফল্যে পুরো দেশ যখন আনন্দে মাতোয়ারা, ঠিক তখনই একটি হতাশার খবর শুনতে হলো। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শুটার আবদুল্লাহ হেল বাকি কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বাদ পড়েছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ সোমবার গেমসে দ্বিতীয় দিন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাকি ৬১৮ দশমিক ৪ স্কোর করে ৪৪ জনের মধ্যে ১৯তম হন। আরেক শুটার রিসালাতুল ইসলাম হন ২৯তম। তাঁর স্কোর ৬১৪ দশমিক ৩। এদিন মেয়েরাও ভালো করতে পারেনি। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে উম্মে জাকিয়া সুলতানা ৪৬ জনের মধ্যে ২৫তম হান। তাঁর স্কোর ৬১২ দশমিক ৬। আর শারমিন আক্তার রত্না ৬০৯ দশমিক ৭ স্কোর গড়ে ৩৪তম হয়েছেন। এদিকে গেমসের কাবাডিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে গেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এই ম্যাচে ৪৭-১৯ পয়েন্টে হেরে যায়। এর আগে প্রথম ম্যাচে চায়নিজ তাইপের কাছে হেরেছিলেন তারা। তাই মেয়েদের পদক জয়ের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে।
ইংল্যান্ডের ঘাড়ে রানের বোঝা পূর্ববর্তী

ইংল্যান্ডের ঘাড়ে রানের বোঝা

আমি ‘হার্দিক পান্ডিয়া’ হয়ে খুশি: পান্ডিয়া পরবর্তী

আমি ‘হার্দিক পান্ডিয়া’ হয়ে খুশি: পান্ডিয়া

কমেন্ট