ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা কাদের সিদ্দিকীর

সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মূলত নিষ্ক্রিয়তার অভিযোগ এনে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দেন কাদের সিদ্দিকী। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন-পরবর্তী এই সাত মাস জাতীয় ঐক্যফ্রন্টের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। আনুষ্ঠানিকভাবে মতিঝিলে ড. কামাল হোসেনের অফিসে একটি অসমাপ্ত বৈঠক ছাড়া কখনো কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কোনো মিটিং হয়নি। তাতে মনে হয়, কোনোকালে কখনো জাতীয় ঐক্যফ্রন্ট নামে বাংলাদেশে কোনো রাজনৈতিক জোট গঠন হয়নি।’ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরো বলেন, ‘এমতাবস্থায় দেশের জনগণের প্রকৃত পাহারাদার হিসেবে গঠিত কৃষক শ্রমিক জনতা লীগ বসে থাকতে পারে না। জাতীর এই ক্রান্তিলগ্নে জনগণকে পাশে নিয়ে নতুন উদ্যমে পথচলা শুরুর অঙ্গীকার করছি আমরা।’ 6 Shares Share Tweet
ওকালতনামায় খালেদার স্বাক্ষর, স্বরাষ্ট্রসচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ পূর্ববর্তী

ওকালতনামায় খালেদার স্বাক্ষর, স্বরাষ্ট্রসচিবসহ পাঁচজনকে আইনি নোটিশ

হরতালের সমর্থনে বাম দলগুলোর মিছিল, সমাবেশ পরবর্তী

হরতালের সমর্থনে বাম দলগুলোর মিছিল, সমাবেশ

কমেন্ট