ঐতিহাসিক নথিতে স্বাক্ষর, বড় পরিবর্তন দেখবে বিশ্ব: কিম

ঐতিহাসিক নথিতে স্বাক্ষর, বড় পরিবর্তন দেখবে বিশ্ব: কিম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকের পর উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন বলেছেন, আমরা একটি ঐতিহাসিক বৈঠক সম্পন্ন করেছি এবং একটি ঐতিহাসিক নথিতে স্বাক্ষর করেছি। বিশ্ব একটি বড় পরিবর্তন দেখতে চলেছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ট্রাম্প এবং কিম একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছেন। তবে এই চুক্তির বিস্তারিত এখনও জানা যায়নি। কিম জং উন বলেছেন, এই বৈঠক সংগঠিত করার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শ্রদ্ধা জানাতে চান। এদিকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তারা খুবই গুরুত্বপূর্ণ একটি নথি স্বাক্ষর করেছেন। তিনি চুক্তির পরবর্তী সংবাদ সম্মেলনে এই চুক্তির বিস্তারিত জানানো হবে। এর আগে, মঙ্গলবার সকালে দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুরের ক্যাপেলো হোটেলে হাতে হাত মিলিয়ে ইতিহাস রচনা করেন এই দুই নেতা। ঐতিহাসিক বৈঠকের শুরুতেই পরস্পর করমর্দন করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কয়েক সেকেন্ডের করমর্দন শেষে কিম জং উনের ডান কাঁধ স্পর্শ করেন ডোনাল্ড ট্রাম্প।
পূর্ব জেরুজালেমের ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পূর্ববর্তী

পূর্ব জেরুজালেমের ১৫টি বাড়ি থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ

ট্র্যাফিক আইন লঙ্ঘন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির জরিমানা পরবর্তী

ট্র্যাফিক আইন লঙ্ঘন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির জরিমানা

কমেন্ট