‘ওটা জাস্ট আমার চরিত্র’, চোখ মেরে তারকা প্রিয়ার জবাব

‘ওটা জাস্ট আমার চরিত্র’, চোখ মেরে তারকা প্রিয়ার জবাব

চোখের মায়াজালে বেঁধেছিলেন, ঝড় তুলেছিলেন বহু পুরুষের হৃদয়ে। ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী ও অন্তর্জাল তারকা প্রিয়া প্রকাশের চোখের আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল পুরো ভারত। সেই থেকে ইশারাকন্যা খ্যাত এ তরুণী। অবশ্য অল্প সময়ের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন প্রিয়া। শ্রীদেবী বাংলো সিনেমা দিয়ে বলিউডে পা রাখবেন শিগগিরই। কিন্তু টিজার বেরোনোর পর শুরু হয় তুমুল সমালোচনা। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ওঠে ঝড়। নেটিজেনরা বলেন, বাণিজ্যিক লাভের জন্যই ছবির শিরোনামে ব্যবহার করা হয়েছে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর নাম, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাথটাবে যাঁর ট্র্যাজিক মৃত্যু হয়েছিল। এই নাম ব্যবহারে শুধু নেটিজেনরাই চটেন এমন নয়, নির্মাতাকে আইনি নোটিশ পাঠান শ্রীদেবীর স্বামী বনি কাপুরও। সম্প্রতি প্রিয়া প্রকাশ জানালেন, ছবিতে তিনি অভিনয় করেছেন মাত্র। বিতর্কে নেই তিনি। ছবির দায়দায়িত্ব পরিচালক ও প্রযোজকের। গতকাল সোমবার মুম্বাইয়ে গণমাধ্যমকর্মীদের প্রিয়া প্রকাশ বলেন, ‘এটা আসলে পরিচালক ও প্রযোজকদের ব্যাপার; যে চরিত্র দেওয়া হয়েছিল, আমি শুধু তা করেছি। ইচ্ছে করে কারো ব্যক্তিগত অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না।’ প্রিয়া জানান, তিনি শ্রীদেবীর বড় ভক্ত। ‘আমি মনে করি না, নেতিবাচকতা আমাদের ওপর কোনো প্রভাব ফেলবে। কারণ, আমি মাত্রই ফিল্মে ক্যারিয়ার শুরু করেছি। আমি শ্রীদেবী ম্যাডামের বড় ভক্তও। কাউকে আঘাত করার ইচ্ছে ছিল না। আমরা সবাই জানি, বিতর্ক জারি থাকবেই,’ বলেন প্রিয়া। এর আগে টাইমস অব ইন্ডিয়াকে প্রিয়া বলেছিলেন, ‘এই ছবিতে শুধু আমার চরিত্রের নাম শ্রীদেবী। কে চাইবে এই ধরনের বিতর্ক তৈরি করতে? আমি মনে করি, ট্রেইলার ভালো লেগেছে বলেই চারপাশে এত কৌতূহল। এই ছবি বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবী ম্যামকে নিয়ে কি না, তার বিচারের ভার আমরা দর্শককে দিচ্ছি।’ শ্রীদেবী বাংলো পরিচালনা করেছেন প্রশান্ত মামবুলি। প্রযোজনা করেছেন চন্দ্রশেখর এস কে। এতে অভিনয় করেছেন প্রিয়াংশু চ্যাটার্জি, অসীম আলি খান ও মুকেশ ঋষি।
এবার তুরস্কের প্রস্তুতি পূর্ববর্তী

এবার তুরস্কের প্রস্তুতি

রাধিকার সঙ্গে বলিউড নায়কের ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস! পরবর্তী

রাধিকার সঙ্গে বলিউড নায়কের ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস!

কমেন্ট