ওসি প্রদীপের ডান হাত কনস্টেবল রুবেল আটক

ওসি প্রদীপের ডান হাত কনস্টেবল রুবেল আটক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার মামলার প্রধান আসামি কক্সকাজার থানার সাবেক ওসি প্রদীপের ডান হাত কনস্টেবল রুবেল শর্মাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে আটক করার কথা জানায় র‌্যাব কর্তৃপক্ষ। রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করেছেন। বলেন, আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশ কনস্টেবল রুবেল শর্মার বলেছেন। এ কারণে রোববার রাতে রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকা সন্দেহে গ্রেফতার দেখানো হয়। সোমবার বেলা ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে তাকে এখনো রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তীতে তাকে রিমান্ড নেয়া যেতে পারে বলেও জানান তিনি।
পুরুষ সেজে তরুণীদের সঙ্গে সমকামিতা, ‘টিকটকার রূপ’ গ্রেপ্তার পূর্ববর্তী

পুরুষ সেজে তরুণীদের সঙ্গে সমকামিতা, ‘টিকটকার রূপ’ গ্রেপ্তার

ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে সম্পর্ক, এরপর ক্রমাগত ধর্ষণ! পরবর্তী

ছাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে সম্পর্ক, এরপর ক্রমাগত ধর্ষণ!

কমেন্ট