ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল

ওয়ানডে সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ইমার্জিং দল

ভারত অনুর্ধ-২৩ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সাইফ হাসানের নেতৃত্বে আজ দুপুরের দিকে রওনা দেয় ১৫ সদস্যের দল। জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপরে ২১ সেপ্টেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরবর্তী ২৩, ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচ ভারতের লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ সাইফ হাসান (অধিনায়ক), ফারদিন হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, আল আমিন, জাকির হাসান, জাকের আলি, আরিফুল হক, তানভির হাসান, শেখ মেহেদি হাসান, মানিক খান, শফিকুল ইসলাম, সুমন খান, রবিউল হক এবং সাব্বির হোসেন। ভারতের ১৫ সদস্যের দল: প্রিয়ম গ্যার্গ (অধিনায়ক), ইয়াশাসভি জাসওয়াল, মাধব কৌশিক, বিআর শারথ (উইকেটরক্ষক), সামার্থ ভায়াস, আরিয়ান জুয়েল (উইকেটরক্ষক), ঋত্বিক রায় চৌধুরী, কুমার সূর্য, অতিত শেঠ, সুভাং হেজ, হৃত্বিক শোকিন, ধুরশান্ত সনি, আর্শদ্বীপ সিং, কার্তিক ত্যাগি এবং হার্পিত ব্রার।
সাগরিকায় আজ কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পূর্ববর্তী

সাগরিকায় আজ কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ক্ষমা চেয়ে রেহাই পেলেন কার্তিক পরবর্তী

ক্ষমা চেয়ে রেহাই পেলেন কার্তিক

কমেন্ট