ওয়ারীতে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নে চিঠি

ওয়ারীতে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নে চিঠি

ঢাকার ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নাসিমা সুলতানা বলেন, ওয়ারীর নির্ধারিত এলাকা চিহ্নিত করে সেখানে পরীক্ষামূলক রেড জোন বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। পূর্ব রাজাবাজারে রেড জোন চলমান আছে পরামর্শক কমিটির গাইডলাইন অনুসারে। স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণ করে যেখানে যেমন তেমনভাবেই প্রয়োজনে রেড জোন বাস্তবায়নের কাজ চলমান।
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত পূর্ববর্তী

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

পোশাককর্মীর বুকে কাঁচি ঢুকিয়ে হত্যা, সহকর্মী পলাতক পরবর্তী

পোশাককর্মীর বুকে কাঁচি ঢুকিয়ে হত্যা, সহকর্মী পলাতক

কমেন্ট