কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী

কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন রাহুল গান্ধী

নেহেরু গান্ধী পরিববারের পঞ্চম সদস্য হিসেবে ভারতের সব থেকে পুরনো রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৭ বছর বয়সী রাহুল গান্ধী। সোমবার দলের প্রধান নির্বাচনের রিটার্নিং অফিসার মুল্লাপ্যালি রামাচানদ্রন এই ফল ঘোষণা করেন। কংগ্রেসের প্রধান হিসেবে মা সোনিয়া গান্ধীর কাছ থেকে সভাপতির দায়িত্ব নেবেন রাহুল গান্ধী। গত সপ্তাহে এই নির্বাচনে একমাত্র রাহুল গান্ধীই মনোনয়নপত্র জমা দেন। অ্যাসেম্বলি নির্বাচনের প্রচারণার কাজে রাহুল এখন গুজরাটে অবস্থান করছেন। আগামী শনিবার তিনি দায়িত্বগ্রহণ করতে পারেন। রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসে পরিবারতন্ত্রের আধিপত্যের সমালোচনা ছিল বহু আগে থেকে। এই নির্বাচনের আগে মহারাষ্ট্রের নেতা শেহজাদ পুনাওয়াল্লা রাহুলকে দলের প্রধান হিসেবে মনোনয়ন দেয়ার বিরোধিতা করেছিলেন। এই নির্বাচনকে ‘ফাঁকিবাজি’ উল্লেখ করে তিনি বলেছিলেন, দলীয় প্রধানের ছেলে হওয়ায় তিনি (রাহুল) অনেক অনৈতিক সুবিধা ভোগ করেন। দলের মধ্যে সমতা আনতে রাহুল গান্ধীকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক

‘ট্রাম্পের স্বীকৃতিকে আমরা পাত্তা দেই না’ পরবর্তী

‘ট্রাম্পের স্বীকৃতিকে আমরা পাত্তা দেই না’

কমেন্ট