কক্সবাজারে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

কক্সবাজারে এক রাতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত

কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এর মধ্যে কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় একজন এবং টেকনাফ উপজেলায় দুজন নিহত হন। পুলিশ দাবি করেছে, কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় নিহত সৈয়দুল মোস্তফা ওরফে ভুলু তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী এবং টেকনাফে নিহত দুজন মানবপাচারকারী। সৈয়দুল মোস্তফা কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মাদক বেচাকেনার জন্য তাঁর নিজস্ব বাহিনী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার দাবি করেন, মোস্ট ওয়ান্টেড ইয়াবা কারবারি ভুলুকে নিয়ে গতকাল রাত আড়াইটার দিকে শহরের কাটা পাহাড় এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ভুলুর নিজস্ব বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। ‘এতে ভুলু গুলিবিদ্ধ হন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’ ওসি ফরিদ উদ্দিন আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে ৪০০ ইয়াবা, একটি এলজি, দুটি তাজা কার্তুজ ও ছয়টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, ‘আজ মঙ্গলবার ভোররাতে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে দুই মানবপাচারকারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’ নিহতদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
নিজ ঘরে মা-শিশুর রহস্যজনক মৃত্যু পূর্ববর্তী

নিজ ঘরে মা-শিশুর রহস্যজনক মৃত্যু

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান পরবর্তী

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

কমেন্ট