কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি ও ধারালো কিরিচসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ সোমবার ভোর ৬টার দিকে উখিয়া ও টেকনাফ সীমান্তের কেরুনতলী এলাকার একটি বাঁশবাগানে ওই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত দুই ব্যক্তি হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২১) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নবী হোসেনের ছেলে ফারুক হোসেন (২৫)। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দীপংকর রায় জানান, আজ ভোরের দিকে উখিয়ার কেরুনতলী এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হন। পুলিশ এ সংবাদ জানার পর ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ দুজনের মরদেহ, ২০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে অনেক খোঁজাখুঁজির পর নিহত দুই ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৬ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ পূর্ববর্তী

৬ হাজার কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

হোস্টেলে মাদ্রাসাছাত্রী ‘ধর্ষণের শিকার’, অধ্যক্ষ-দোকানি গ্রেপ্তার পরবর্তী

হোস্টেলে মাদ্রাসাছাত্রী ‘ধর্ষণের শিকার’, অধ্যক্ষ-দোকানি গ্রেপ্তার

কমেন্ট