কমলাপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা

কমলাপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা

ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। ঘরে ফিরছেন মানুষ। আজ থেকে ট্রেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা। যারা গত ৮ আগস্ট লাইনে দাঁড়িয়ে টিকিট কিনেছিলেন, আজ তারা বাড়ি ফিরছেন। বাড়ি ফেরার জন্য পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই আসতে থাকেন কমলাপুর রেলস্টেশনে। অপেক্ষা করতে থাকেন নির্ধারিত ট্রেনের জন্য। প্ল্যাটফর্মগুলোতে অন্য সময়ের চেয়ে যাত্রীর ভিড় আজ অনেক বেশি। ভিড় বেশি উত্তরবঙ্গগামী ট্রেনেগুলোতে। ট্রেন প্লাটফর্মে আসার সঙ্গে সঙ্গে মুহূর্তেই পূর্ণ হয়ে যায় আসনগুলো। ৫ নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গের চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যখন এসে দাঁড়ায়, নিমিষেই যাত্রীতে পূর্ণ হয়ে যায়। সকাল ৮টায় ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়তে বেশ বিলম্ব হয়। ঈদযাত্রার শুরুতেই নির্ধারিত সময়ের চেয়েও বিলম্বে কমলাপুর স্টেশন থেকে তিনটি ট্রেন ছাড়ে। জামালপুর দওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস শুক্রবার সকাল সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি কমলাপুর স্টেশন ছেড়ে যায় সকাল পৌনে ৯টায়। উত্তরবঙ্গের চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি কমলাপুর ছেড়ে যায় ৯টা ১০ মিনিটে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটা ৭টায় ছেড়ে গেছে। সব মিলিয়ে ঈদযাত্রার শুরুতেই কমলাপুর থেকে বিলম্বে ছেড়েছে তিনটি ট্রেন। জানা গেছে, আজ সাড়া দিনে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাবে ৫৯টি ট্রেন। এরমধ্যে সকাল ১০টা পর্যন্ত ১৬টি ট্রেন ছেড়ে গেছে যার মধ্যে তিনটি বিলম্বে ছেড়ে যায়। টিকিট কেনা থেকে শুরু করে বাড়ি যাওয়া ও আবার ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের।তাই কর্তৃপক্ষের প্রতি যাত্রীদের অনুরোধ ট্রেন ছাড়ার ক্ষেত্রে সিডিউল বিপর্যয় যাতে না হয় সে বিষয়ে আস্তরিক হওয়া।
কুশীলবদের নিয়ে ভয়ংকর ষড়যন্ত্রে বিএনপি : ওবায়দুল কাদের পূর্ববর্তী

কুশীলবদের নিয়ে ভয়ংকর ষড়যন্ত্রে বিএনপি : ওবায়দুল কাদের

১৫ আগস্ট ষড়যন্ত্রে জিয়ার সঙ্গে তার স্ত্রী খালেদাও জড়িত ছিলেন: প্রধানমন্ত্রী পরবর্তী

১৫ আগস্ট ষড়যন্ত্রে জিয়ার সঙ্গে তার স্ত্রী খালেদাও জড়িত ছিলেন: প্রধানমন্ত্রী

কমেন্ট