করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বে ৬ কোটি ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বে ৬ কোটি ছাড়াল

নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আজ বুধবার পর্যন্ত আক্রান্ত শনাক্তের সংখ্যা ছয় কোটি এক লাখ ছাড়িয়েছে এবং করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৬৮৫ জনে। বিশ্বখ্যাত পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ছয় কোটি এক লাখ তিন হাজার ৬১৭ জন। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৬৫ হাজার ৮৯১ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা এক কোটি ২৯ লাখ ৫৫ হাজার সাত জন। ব্রাজিলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা আজ বুধবার এক লাখ ৭০ হাজার ১৭৯ জনে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকার দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ২১ হাজার ৪৪৯ জনে। রোগীর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে আজ বুধবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ৯২ লাখ ২১ হাজার ৯৯৮ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে এক লাখ ৩৪ হাজার ৭৪৩ জন, যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বাধিক। চতুর্থ সর্বাধিক এক লাখ দুই হাজার ৭৩৯ রোগী মারা গেছে মেক্সিকোতে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগী ১০ লাখ ৬০ হাজার ১৫২ জন, যা বিশ্বে করোনা রোগীর তালিকায় ১১তম। মৃতের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে এ সংখ্যাটি দাঁড়িয়েছে ৫৫ হাজার ৮৩৮ জনে। সেখানে বিশ্বের সপ্তম সর্বোচ্চ ১৫ লাখ ৩৮ হাজার ৭৯৪ রোগী এ পর্যন্ত শনাক্ত হয়েছে।
আফগানিস্তানে জোড়া বোমা হামলায় পুলিশসহ নিহত ১৭ পূর্ববর্তী

আফগানিস্তানে জোড়া বোমা হামলায় পুলিশসহ নিহত ১৭

অবশেষে বাইডেনের কাছে ক্ষমতা ছাড়তে নমনীয় ট্রাম্প পরবর্তী

অবশেষে বাইডেনের কাছে ক্ষমতা ছাড়তে নমনীয় ট্রাম্প

কমেন্ট