করোনার উপসর্গ নিয়ে ৭ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ৭ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৭ ঘন্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই। শুক্রবার (৫ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান বড় ভাই মো. শাহ আলম (৩৩) এবং ৭ ঘন্টা পর রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান ছোট ভাই মোহাম্মদ শাহজাহান (৩০)। এদের মধ্যে বড় ভাই শাহ আলম মধ্যপ্রাচ্য প্রবাসী এবং ছোট ভাই শাহজাহান কাপড় ব্যবসায়ী। নিহতদের নিকটাত্মীয় মোহাম্মদ সারওয়ার মোর্শেদ জানান, হাটহাজারী উপজেলা সদরের পূর্ব দেওয়ান নগর জোহরা বাপের বাড়ি এলাকার এই দুই ভাই করোনার উপসর্গ নিয়ে ১ জুন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাদের করোনার নমুনা ল্যাবে পাঠানো হয়। নমুনার রিপোর্ট আসার আগেই শুক্রবার বিকেলে এবং রাতে পর পর দুই ভাই মারা যান। তিনি জানান, তাদের হাটহাজারী জহুর শপিং সেন্টারের আপন ফ্যাশন নামের একটি বড় কাপড় দোকান রয়েছে। ছোটভাই দোকানে ব্যবসা পরিচালনা করলেও বড় ভাই ছিলেন মধ্যপ্রাচ্য প্রবাসী। একই সাথে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় হাটহাজারী উপজেলায় সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।
ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে পূর্ববর্তী

ভাষানটেক বস্তির আগুন নিয়ন্ত্রণে

পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশ সদস্য সহ আহত ৫ পরবর্তী

পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশ সদস্য সহ আহত ৫

কমেন্ট