করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪১৯

করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৪১৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৪১৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৯ হাজার ৭৬০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে দুই হাজার ১৮৩ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ৬৪ হাজার ৬১১ জন করোনা থেকে সুস্থ হলো। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবে ১৬ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২৪০টি। এ পর্যন্ত দেশে মোট ২৬ লাখ ৬৫ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী সাতজন। দেশে করোনায় এ পর্যন্ত চার হাজার ৯৩০ জন পুরুষ এবং এক হাজার ৪৮৬ জন নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব ২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২১ জন, চট্টগ্রাম বিভাগের চারজন এবং সিলেট বিভাগের একজন। তাঁরা সবাই হাসপাতালে মারা গেছেন। দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ।
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন পূর্ববর্তী

চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন

শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন পরবর্তী

শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি গঠন

কমেন্ট