করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫২৩ 

করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫২৩ 

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫৮২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৫২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪২ হাজার ৮৪৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ২৩ জন করোনার কারণে ‍মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন ও  ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন আছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রংপুর বিভাগে দুজন, বরিশালে একজন ও সিলেট বিভাগে একজন রয়েছেন। অধ্যাপক নাসিমা বলেন, মৃত ২৩ জনের মধ্য পুরুষ ১৯ জন ও নারী চারজন। এ ছাড়া মৃতদের আরো বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে চারজন, ঢাকা জেলায় একজন, নারায়ণগঞ্জে দুজন, মুন্সীগঞ্জে একজন, মানিকগঞ্জে একজন, কিশোরগঞ্জে একজন, চট্টগ্রাম শহরে ছয়জন, কুমিল্লায় একজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, ফেনীতে একজন, রংপুরে দুজন, ভোলায় একজন ও সিলেটে একজন মৃত্যুবরণ করেছেন। যা মোট শনাক্তের ১ দশমিক ৩৬ ভাগ মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৩০১ জনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া নমুনা সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৯৮২ জনের। এর মধ্য থেকে দুই হাজার ৫২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, যা দেশে একদিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষার ২২ দশমিক ৩৩ ভাগ শনাক্ত হয়েছে। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন, যা মোট শনাক্তের ২১ দশমিক ৪ ভাগ সুস্থ হয়েছে। দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার কথা জানানো হয় এবং প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৬২ হাজার ১০ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৫৯ লাখ চার হাজার ৬৭৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২৯ লাখ ৬৩ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯৭৫ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার পূর্ববর্তী

গণপরিবহনের ভাড়া বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শনিবার

দুঃখজনকভাবে ২৬ জনকে মেরে ফেরা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী

দুঃখজনকভাবে ২৬ জনকে মেরে ফেরা হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কমেন্ট