করোনা থেকে সুস্থ এক কোটি সাড়ে ১৬ লাখের বেশি মানুষ

করোনা থেকে সুস্থ এক কোটি সাড়ে ১৬ লাখের বেশি মানুষ

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ৮৪ লাখ ৪২ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬০ লাখ ৭২ হাজার ৫৯২ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৬৭৫ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ১৬ লাখ ৭২ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ২৪ লাখ ৪৬ হাজার ৭৯৮ জন, ব্রাজিলে ১৯ লাখ ১২ হাজার ৩১৯, ভারতে ১২ লাখ ৩০ হাজার ৪৪০, রাশিয়ায় ছয় লাখ ৫৩ হাজার ৫৯৩, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৫৮ হাজার ৩৭, চিলিতে তিন লাখ ৩৩ হাজার ৯৭৬, পেরুতে দুই লাখ ৯৮ হাজার ৯১, মেক্সিকোতে দুই লাখ ৯৫ হাজার ৬৭৭, ইরানে দুই লাখ ৭০ হাজার ২২৮, পাকিস্তানে দুই লাখ ৪৮ হাজার ৮৭৩, সৌদি আরবে দুই লাখ ৪২ হাজার ৫৫, তুরস্কে দুই লাখ ১৭ হাজার ৪৯৭, ইতালিতে দুই লাখ ৫৮৯, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৪ হাজার ৭০০, বাংলাদেশে এক লাখ ৩৭ হাজার ৯০৫, কাতারে এক লাখ আট হাজার দুই, কানাডায় এক লাখ এক হাজার ৫৯৭, ফ্রান্সে ৮১ হাজার ৫০০ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছে। এ ছাড়া কুয়েতে ৫৯ হাজার ৭৩৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৪ হাজার ৮৬৩, সিঙ্গাপুরে ৪৭ হাজার ১৭৯, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৫০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৩৫২, অস্ট্রেলিয়ায় ১০ হাজার ৬২২ ও মালয়েশিয়ায় আট হাজার ৬৬৮ জন  সুস্থ হয়ে উঠেছে। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং ছয় লাখ ৯৭ হাজার ১৭৫ জন রোগী মারা গেছে।
কসোভোর প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ পূর্ববর্তী

কসোভোর প্রধানমন্ত্রীর করোনা পজিটিভ

করোনা নিয়ে বিশ্বকে আবারো ভয়ংকর সতর্ক বাণী ডব্লিউএইচও প্রধানের পরবর্তী

করোনা নিয়ে বিশ্বকে আবারো ভয়ংকর সতর্ক বাণী ডব্লিউএইচও প্রধানের

কমেন্ট