'কর্পোরেট কর কমানো সম্ভব হবে না'

'কর্পোরেট কর কমানো সম্ভব হবে না'

খাতভিত্তিক ব্যবসায়ীদের সব দাবি পূরণ করতে গেলে কর্পোরেট কর কমানো সম্ভব হবে না; রাজস্ব বোর্ড চেয়ারম্যান। রবিবার সকালে, ১২টি অ্যাসোসিয়েশনের সাথে প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। এ সময় রাজস্ব চাহিদা ও ব্যবসায়ীদের স্বার্থের সমন্বয় করেই আগামী বাজেট প্রণয়নের আশ্বাস দেন তিনি। আলোচনায় ট্যানারি মালিকরা সাভারে চামড়া শিল্প কারখানা নির্মাণের ওপর ভ্যাট প্রত্যাহারও চান। সেই সঙ্গে রপ্তানিমুখী সব প্রতিষ্ঠানের জন্য বন্ড সুবিধা দাবির জানান। অন্যদিকে, ভুট্টা ও সয়াবিনের ওপর আমদানি করকে শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়েছেন ফিড ও পোল্ট্রি ব্যবসায়ীরা। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভ্যাট বাতিলের দাবি জানান বিভিন্ন ব্যবসায়ী সমিতি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভ্যাট বাতিলের প্রস্তাব নাকচ করে দেন এনবিআর চেয়ারম্যান।
রাজধানীতে মাংসের বাজার বেশ চড়া পূর্ববর্তী

রাজধানীতে মাংসের বাজার বেশ চড়া

বোতলজাত সয়াবিন তেল লিটারে বেড়েছে ২ টাকা পরবর্তী

বোতলজাত সয়াবিন তেল লিটারে বেড়েছে ২ টাকা

কমেন্ট