কাঠমান্ডু থেকে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

কাঠমান্ডু থেকে দেশের পথে মেহেদী, স্বর্ণা ও অ্যানি

নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া আরো তিন যাত্রী চিকিৎসার জন্য দেশের পথে রওনা হয়েছেন। আহতরা হলেন- মেহেদী হাসান, সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলিমুন্নাহার অ্যানি। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে তারা বাংলাদেশের উদ্দেশে কাঠমান্ডু ছেড়েছেন। এ নিয়ে ওই দুর্ঘটনায় আহত বাংলাদেশি ১০ যাত্রীর মধ্যে পাঁচজন কাঠমান্ডু ছাড়লেন। তাদের বহনকারী বিমানটি বিকেল সোয়া ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ইউএস এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম। উল্লেখ্য, গত সোমবার ৭১ জন আরোহী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১। কিন্তু দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয় বিমানটি। এতে ৫১ জন যাত্রীর প্রাণহানি ঘটে। বাকিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আহতদের উন্নত চিকিৎসার জন্য সব করা হবে : নাসিম পূর্ববর্তী

আহতদের উন্নত চিকিৎসার জন্য সব করা হবে : নাসিম

নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ পরবর্তী

নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের সকল সূচক অর্জন করেছে বাংলাদেশ

কমেন্ট