কানাডায় পাওয়া সেই হলুদ ডায়মন্ডটি

কানাডায় পাওয়া সেই হলুদ ডায়মন্ডটি

গত অক্টোবরের ঘটনা। কানাডার এক খনিতে সন্ধান মেলে এক দুর্লভ হীরকখণ্ডের। আর্কটিক সার্কেল থেকে ১৩৫ মাইল দূরে দেশটির উত্তর-পশ্চিম প্রান্তের দিয়াভিক খনিতে সন্ধান মেলে এর। ৫৫২ ক্যারোটের হীরকখণ্ডটি আকারে মুরগির ডিমের মতো। ডোমিনিয়ান ডায়মন্ড মাইন রিও টিনটো গ্রুপের বিশেষজ্ঞরা খনি থেকে হীরকখণ্ডটি উত্তোলন করেন। কানাডার খনিতে পাওয়া এ যাবৎকালের হীরকখণ্ডের মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে দিয়াভিকে সবচেয়ে বড় হীরাটি পাওয়া যায় ২০১৫ সালে যা ছিল দুই বিলিয়ন বছরের পুরনো। তবে নতুন হীরাটি তার প্রায় তিনগুণ বড়। মাইনিং ডটকম জানায়, দক্ষিণ আফ্রিকার সর্বকালের বৃহত্তম হীরাটি পাওয়া যায় ১৯০৫ সালে। হলুদ হীরা সাধারণত পাওয়া যায় উত্তর আমেরিকার খনিতে। তবে নতুন হীরাটি সেখানে পাওয়া এ যাবৎকালের হীরার তুলনায় সবচেয়ে বড়। এটি আকারে যেমন দুষ্প্রাপ্য তেমনি দুর্মূল্য দামের দিক থেকেও।
বদ্ধঘরের বিশেষ খেলায় ৫ কিশোরীর মৃত্যু পূর্ববর্তী

বদ্ধঘরের বিশেষ খেলায় ৫ কিশোরীর মৃত্যু

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

কমেন্ট