কাবাঘর ও মসজিদে নববিতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ

কাবাঘর ও মসজিদে নববিতে ছবি তোলায় নিষেধাজ্ঞা আরোপ

পবিত্র কাবাঘর ও ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় পর্যটকদের ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। কারণ কিছুদিন আগে এক ইসরাইলি নাগরিক মসজিদে নববিতে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রচার করে। এ নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিল। ডেইলি সাবাহারের খবরে বলা হয়েছে, এ ঘটনায় গত ১২ নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তথ্য ও গণমাধ্যম বিভাগের মহাপরিচালক। এ ব্যাপারে গণমাধ্যম বিভাগের মহাপরিচালক বলেন, নতুন এ নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত এলাকায় কোনো প্রকার ক্যামেরা বা ছবি ও ভিডিও ধারণের যন্ত্র নিয়ে গেলে তা জব্দ করা হবে। ওই বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, কাবাঘর ও মসজিদে নববির পবিত্রতা রক্ষা এবং এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই এলাকায় ছবি তোলা ও ভিডিও ধারণের কারণে নামাজরতদেরও সমস্যা হয়। এ সিদ্ধান্তের ফলে এখন থেকে কাবাঘর ও মসজিদে নববি এবং এর পার্শ্ববর্তী এলাকায় কোনো পর্যটক আর ছবি তুলতে পারবে না।
মসজিদে হামলার প্রতিশোধ নেওয়া হবে : সিসি পূর্ববর্তী

মসজিদে হামলার প্রতিশোধ নেওয়া হবে : সিসি

এবার গ্রেফতার সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী পরবর্তী

এবার গ্রেফতার সৌদির দ্বিতীয় শীর্ষ ধনী

কমেন্ট