কারওয়ান বাজারে আসেনি আলুর ট্রাক

কারওয়ান বাজারে আসেনি আলুর ট্রাক

রাজধানীর পাইকারি বাজারে নতুন করে কোনো আলুর ট্রাক আসেনি। সরবরাহ থাকলেও সরকারের দাম নির্ধারণের পর এখন তা পরিণত হয়েছে সংকটে। সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে রাজধানীর কারওয়ান বাজারে মঙ্গলবার (২০ অক্টোবর) কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা দরে। অন্যান্য সময়ে আলুর স্তূপ থাকলেও আড়ত এখন প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকটি দোকানে আছে কিছু আলু। আড়তদাররা বলছেন, কোল্ড স্টোরেজ থেকে সরকার নির্ধারিত দামে আলু কিনতে পারেননি তারা। সরকারেরে পক্ষ থেকে বাজার পরিদর্শনে এসে জরিমানা করার পর থেকেই আলুর মজুত কমিয়ে দিয়েছেন আড়তদাররা। আগাম জাতের আলু আসতে এবার কিছুটা দেরি হবে। তাই বলা যায়, বছরের বাকি সময়টা কোল্ড স্টোরেজে রাখা আলু দিয়েই চাহিদা মেটাতে হবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেবা বন্ধ থাকবে এক সপ্তাহ পূর্ববর্তী

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেবা বন্ধ থাকবে এক সপ্তাহ

২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী পরবর্তী

২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

কমেন্ট